ইউটিউবে দুইকোটি ছাড়িয়ে তোসিবার ভাইরাল গান কালাচাঁন
বিনোদন ডেস্ক: নাজমুল ইভান পরিচালিত অনলাইন প্লাটফর্ম তোলপাড় করা মিউজিক ভিডিওর নাম ‘কালাচাঁন’। কন্ঠশিল্পী তোসিবা বেগমের কন্ঠের গানটি অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে সম্প্রতি বিরল রেকর্ড গড়েছে।
টিকটকে কয়েক লাখ মানুষের টিকটক ও রিলস্ ভিডিও সহ গানটি বার্নাবি রেকর্ডস ইউটিউব চ্যানেলে গানটি মাত্র দুই মাসে দুইকোটি মানুষের ভালোবাসা কুড়িয়েছে। এবং কলকাতা সহ বিশ্বের অন্যান্য দেশে বেশ ঝড় তুলেছে গানটি।
গীতিকার সালাউদ্দিন সাগরের কথায় গানটির সুরকার ও র্যাপার হিসেবে ছিলেন এফ এ প্রীতম। গানটির সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন শোভন রয়।
মিউজিক ভিডিওটিতে অভিনয় শিল্পী হিসেবে ছিলেন আলিফ চৌধুরি ও প্রনমি নাফি ও নৃত্য পরিচালনায় ছিলেন রোহান বেলাল।
এছাড়া চিত্রগ্রাহক হিসেবে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান ও সম্পাদনা এবং রঙ বিন্যাস করেছেন রাকিব আহম্মেদ।
জানতে চাইলে নাজমুল ইভান বলেন, কালাচাঁন কাজটির বেশ প্রশংসা পাচ্ছি, গানটির কথা ও সুর চমৎকার, তাছাড়া তসিবা আপু গানটি অসাধারণ গেয়েছেন। আমাদের টিমের সবাই এই গানটিতে ভালো পারফরম্যান্স করেছে। তবে কাজটি খুব কম সময়ে করা, তবুও সব মিলিয়ে কাজটি ছিল মনে রাখার মত। সবার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। আমাকে দিয়ে কাজটি করানোর জন্য বার্নাবি রেকর্ডস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জামির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।