উদ্ধারকৃত ১৩ বছরের বালককে তার ভাইয়ের হাতে তুলে দিলো জুরাইনের টিআই ইসমাইল

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, জুন ১, ২০২৪ | আপডেট: ১:১১ অপরাহ্ণ,

উদ্ধারকৃত ১৩ বছরের বালককে তার ভাইয়ের হাতে তুলে দিলো জুরাইনের টিআই ইসমাইল

নিজস্ব সংবাদদাতা ::::

গতকাল ৩১/০৫/২০২৪ ইং তারিখ শুক্রবার সময় সন্ধ্যা ০৭.০০টায় সাব্বির নামে তেরো বছরের একটি ছেলেকে জুরাইন রেলগেট এলাকা থেকে উদ্ধার করেন ট্রাফিক ওয়ারী বিভাগের সদস্য টিআই ইছমাইল হোসেন, সার্জেন্ট ইয়াছিন ও কনেস্টবল শরিফ।
উদ্ধার পরবর্তীতে তারা জানতে পারেন ছেলেটি গত ছয় দিন যাবত কুমিল্লা তার গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়েছে। পরিবার এলাকায় বিভিন্ন আত্মীয়র বাড়িতে খুজাখুজি, মাইকিং এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে খোঁজাখুঁজি করেও ছেলেটিকে পাই নাই। জুরাইন পুলিশ বক্সের টিআই এর তৎপরতায় ছেলেটিকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলেটিকে পেয়ে কুমিল্লা থেকে আসা পরিবারের সদস্যরা ট্রাফিক ওয়ারী বিভাগের প্রতি অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। মানবিক পুলিশের দৃষ্টান্ত স্থাপন করলেন টিআই ইসমাইল।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *