কমিউনিটি ক্লিনিকে সেবার মান বৃদ্ধি বিষয়ে মত বিনিময় সভা
মোঃ শামীম হোসেন: জামালপুরে কমিউনিটি ক্লিনিক সেবার মান বৃদ্ধি বিষয়ক স্টেকহোল্ডার নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে এ মত বিনিময় সভার আয়োজন করা হয় ।
ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি শামীমা খানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়। এসময় পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডাক্তার প্রণয় কান্তি দাস, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন,ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহ-সভাপতি সাযযাদ আনসারী, সাংবাদিক তানভীর আহমেদ হীরা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারন মানুষের মাঝে সেবার মান বৃদ্ধির পাশাপাশি সবাই কে এক হয়ে কাজ করার আহবান জানান।