চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
মোঃ জুবাইর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বুধবার (১২ এপ্রিল) পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ কোতোয়ালী থানা সংগঠক মোঃ শাহাজাহান রুবেল চৌধুরীর ব্যবস্থাপনায় ও পলাশ ধর এর সঞ্চালনায় এবং সকলের পক্ষ থেকে নগরীর সিনেমা প্যালেস চত্বরে সম্মানিত রোজাদারদের মাঝে ভালোবাসার উপহার স্বরূপ প্রায় হাজার খানেক মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিল বাবু জহুরলাল হাজারী, ৩৫নং বকশিরহাট ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ( সংরক্ষিত মহিলা কাউন্সিলার) রুমকি সেন গুপ্ত, মনোয়ার জাহান মনি সহ-সভাপতি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবকলীগ, নাজমুল হুদা সিপন সহ-সভাপতি, ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য, মহিউদ্দিন শাহ্ ৩২নং ওয়ার্ড আওয়ামীলীগ সদস্য, আমিনুল ইসলাম শানু চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগ নেতা, আকবর আলী শাহ্ চট্টগ্রাম মহানগর সেচ্ছাসেবীলীগ নেতা, রবিন, রমজান, রকি, ইমরান, ৩২ নং ওয়ার্ড সেচ্ছাসেবকলীগ নেতা, বাকলিয়া থানা সেচ্ছাসেবীলীগ নেতা মনসুর আলম রনি, আমিনুল ইসলাম আমিন, আমির হোসেন , ইয়াসিন, ইমু, শাহিন, আবদুল সালাম, জাবেদ, আদিত্য, মোঃ শরীফ, ফরহাদ প্রমুখ।