চমৎকার ও প্রানোচ্ছল আয়োজন ছিল এফবিজেও’র বার্ষিক বনভোজনে

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ণ,

 

শাহ মোয়াজ্জেম

২৫ শে ফেব্রুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর বার্ষিক বনভোজন। প্রচীন বাংলার শাসক ঈশাখার রাজধানী সোনারগাঁ’র পানাম নগরীর এক চমৎকার পিকনিক স্পটে এই বনভোজনের আয়োজন করা হয়। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান এস এম মোর্শেদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক ও তাদের পরিবার প্রায় ৫০ টিরও অধিক সংগঠনের ব‍্যানারে বার্ষিক এই বনভোজনে অংশগ্রহণ করেন। আনন্দঘন পরিবেশে সাংবাদিক ও সংগঠনের মিলন মেলায় ছিল বাধভাঙ্গা আনন্দ আর উচ্ছাস। ছিল মণগ‍্য সাংস্কৃতিক অনুষ্ঠান, মহিলাদের চেয়ার সিটিং খেলা। বনভোজনে শতশত আনন্দপ্রিয় মানুষের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সর্বজনীন দলের কেন্দ্রীয় সভাপতি মোঃ রাসেল কবির ও সাধারণ সম্পাদক সাহেল আহম্মেদ সোহেল এবং জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নূর ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি ফরিদ খান, ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আরঙ্গজেব কামাল, এস টিভির পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, রাজিয়া সুলতানা তূর্ণা। বার্ষিক বনভোজন পরিচালনা করেন মাকসুদর রহমান দিপু ও এফবিজেও’র মহাসচিব হানিফ আলী।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *