চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩ | আপডেট: ১০:৩৬ পূর্বাহ্ণ,

মোঃ হাফিজুল ইসলাম শান্ত: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৩ তম বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ৭-৮ ফেব্রুয়ারী ২০২৩ ইংরেজি রোজ মঙ্গলবার ও বুধবার দুইদিন ব্যাপি অনুষ্ঠিতটি শুরু হয়। বুধবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী হাইস্কুল মাঠ প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব মু. মহিউদ্দিন আল হেলাল।উপস্থিত ছিলেন শোনিত কুমার গায়েন অফিসার ইনচার্জ গলাচিপা থানা।উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান মোল্লা, আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান খান, ও বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা এবং অভিভাবক বৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,চর কাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন খান,

 

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন খান এর কঠোর পরিশ্রম ও ত্যাগের মধ্যে দুইদিন ব্যাপি অনুষ্ঠান শেষ করেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *