চরকাজল মাধ্যমিক স্কুলে পরীক্ষার্থীকে স্মারক ও পুরস্কার বিতরণ
![চরকাজল মাধ্যমিক স্কুলে পরীক্ষার্থীকে স্মারক ও পুরস্কার বিতরণ চরকাজল মাধ্যমিক স্কুলে পরীক্ষার্থীকে স্মারক ও পুরস্কার বিতরণ](https://globalnewsbd24.com/wp-content/uploads/IMG_1674184648577.jpg)
![চরকাজল মাধ্যমিক স্কুলে পরীক্ষার্থীকে স্মারক ও পুরস্কার বিতরণ চরকাজল মাধ্যমিক স্কুলে পরীক্ষার্থীকে স্মারক ও পুরস্কার বিতরণ](https://globalnewsbd24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মো: হাফিজুল ইসলাম শান্ত: পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় চরকাজল বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জিপিএ 5.00 সহ সাধারণ বৃত্তি অর্জন করায় শুভেচ্ছা স্মারক ও নগদ ১০ হাজার টাকা উপহার স্বরুপ প্রদান করেন।
চরকাজল ইউনিয়নের কৃতি সন্তান, চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী(১৯৭৬-১৯৭৮) প্রফেসর ড. মুহম্মদ আলাউদ্দিন খান, বিভাগীয় প্রধান,পদার্থ বিজ্ঞান, মুরারি চাঁদ(এম সি) কলেজ,সিলেট। শ্রেষ্ঠ শিক্ষক (কলেজ) সিলেট বিভাগ।
বৃহস্পতিবার ১৯ জানুয়ারি সকাল ১১টার সময় এই অনুষ্ঠান শুরু হয়।
জান্নাতুল ফেরদাউস চরকাজল নতুন বাজার সুলতান হোটেলের মালিক মোঃ সুলতান খানের কনিষ্ঠ মেয়। তিনি সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেন খান। আরও উপস্থিত ছিলেন চরকাজল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ।