চোরাচালান প্রতিরোধে দ্বিতীয় হলো নেত্রকোনা জেলা পুলিশ

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৩ | আপডেট: ৬:৩৫ অপরাহ্ণ,

ইমন রহমান: নেত্রকোনা জেলার দূর্গাপুর ও কলমাকান্দা দুই উপজেলার বিস্তৃর্ণ এলাকা প্রতিবেশী দেশের সীমান্ত ঘেরা। সীমান্তের দু-উপজেলাসহ জেলার চোরাচালান প্রতিরোধে দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। পুলিশ সপ্তাহ ২০২৩ উপল‌ক্ষে ২০২২ সালে চোরাচালান প্রতিরোধ খ ক্যাটাগরিতে বাংলাদেশ পু‌লিশের সকল ইউ‌নিটসমূহের ম‌ধ্যে দ্বিতীয় স্থান দখল করে জেলা পুলিশ নেত্রকোনা।

চোরাচালানকৃত পণ্য উদ্ধার এবং প্রতিরোধে ভালো ফলাফলের কারণে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ সপ্তাহ‌ উপলক্ষে রাজধানী ঢাকায় নেত্রকোনা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদের হাতে এ পুরস্কার তুলে দেন ।

পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ বলেন, নেত্রকোনা জেলা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফলে এই ফলাফল আমরা পেয়েছি। আগামীতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *