ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন
মোঃ রাসেল কবির: রাজধানীর জুরাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ওয়ারী বিভাগের উদ্যেগে তব্রী গরমে অতিষ্ঠ পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরন করা হয়।
ট্রাফিক ওয়ারী বিভাগের উপ পুলিশ কমিশনার আশরাফ ইমাম দুপুরে কড়া রৌদে হেটে চলা পথচারী, রিক্সা, ভেন ও লেগুনা চালক এবং ভ্রাম্যমান দোকানীদের মাঝে এই মিনারেল পানি ও প্যাকেটজাত খাবার স্যালাইন বিতরন করেন।
ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে ও জুরাইনে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর ইসমাইল হোসেনসহ কর্তব্যরত সার্জেন্টদের সার্বিক তত্ত্বাবধায়নে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরনে আরো উপস্থিত ছিলেন ট্রাফিক ওয়ারী বিভাগের সহকারী কমিশনারদ্বয় কপিল ও ফেরদৌস।
তীব্র গরমে হাসপাস করতে থাকা মানুষদের মাঝে ট্রাফিক পুলিশের মানবতাবাদী এই কর্মসূচীকে সদুবাদ জানিয়েছেন জুরাইন প্রেস ক্লাবের সভাপতি, প্রতিষ্ঠা সভাপতি ও স্থানীয় গন্যমান্যসহ সর্বস্থরের লোকজন।