ঠাকুরগাঁওয়ে ইট ভাটা মালিককে জরিমানা 

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩ | আপডেট: ১২:৪৮ অপরাহ্ণ,

গীতি গমন চন্দ্র রায়: ঠাকুরগাঁওয়ে গত ৭ জানুয়ারি শনিবার বিকেলে সদর উপজেলার মোলানী আরাজি ঝাড়গাঁও গ্রামে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান। লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা করায় কেএসবি ব্রিকসের মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সে সময় শাহরিয়ার রহমান বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করছি।পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স বিহীন ইটসহ বিভিন্ন অপরাধে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সে সময় ভাটা মালিক অঙ্গীকার করেছেন তিনি ভাটাটি বন্ধ করবেন।

এদিকে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন,শিক্ষাপ্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কেএসবি ইট ভাটাটির অবস্থান হওয়ায়।ইট প্রস্তুত করণের জন্য যে মাটি ব্যবহার করা হয়েছে সেটার জন্য ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নিকট হতে অনুমোদন নেই।আর ইটভাটায় ৫০ ভাগ হলফ বিস্ট তৈরি করার কথা থাকলেও এখানে কোনো হলফ বিস্ট পাওয়া যায়নি।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *