তৈয়বপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

প্রকাশিত: 4:41 pm, July 19, 2023 | আপডেট: 4:41 pm,

তৈয়বপুরে ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

হীমেল কুমার মিত্র: দিনাজপু‌রের বির‌ল উপজেলায় ট্রা‌ক-ভটভটি মুখোমুখি সংঘর্ষে এক পল্লী চিকিৎসক নিহত হ‌য়ে‌ছেন। এ সময় গুরুতর আহত হ‌য়ে‌ছেন আরেও ১ জন।

 

আজ (১৯ জুলাই) বুধবার সকাল সা‌ড়ে ১০টার দিকে দিনাজপুর-‌বোচাগঞ্জ সড়‌কের বাজনাহার বাজার সংলগ্ন তৈয়বপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

 

নিহতের নাম লক্ষ্মীকান্ত রায় (৫৫)। তিনি বীরগঞ্জ উপ‌জেলার মা‌হেরপুর গ্রামের মৃত সম্ভু চন্দ্র রা‌য়ের ছেলে।

 

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

 

স্থানীয়রা জানান, ভটভটিটি বোচাগঞ্জ থে‌কে দিনাজপুর শহরে আসার সময় বিরল উপ‌জেলার তৈয়বপুর বটতলায় আস‌লে অপর দিক থে‌কে আসা এক‌টি মালবাহী ট্রাক‌ের সঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ভটভটির যাত্রী লক্ষ্মীকান্ত রা‌য়ের মৃত‌্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেক যাত্রী‌কে উদ্ধার ক‌রে নিকটস্থ হাসপাতা‌লে প‌াঠা‌নো হয়ে‌ছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *