দিনাজপুরে পিকআপ-বাস সংঘর্ষে ২ চালক নিহত

প্রকাশিত: 2:22 pm, April 16, 2023 | আপডেট: 2:22 pm,

দিনাজপুরে পিকআপ-বাস সংঘর্ষে ২ চালক নিহত

হীমেল কুমার মিত্র

স্টাফ রিপোর্টারঃ

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২জন চালকই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।

আজ (১৬ এপ্রিল) রবিবার ভোর সাড়ে ৬টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিজুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রব্বানী (৩৬) নাবিল পরিবহনের চালক; তিনি বীরগঞ্জের কবিরাজহাটের বাসিন্দা ও পিকআপচালক আজাদের (৩৫) বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান,
ঢাকা থেকে যাত্রী নিয়ে নাবিল পরিবহনের বাসটি দিনাজপুর যাচ্ছিল। পথে বিরামপুর উপজেলার বিজুল এলাকায় ঢাকাগামী মালবাহী ১টি পিকআপভ্যানের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ২ চালকের মৃত্যু হয় এবং আহত হন কমপক্ষে ১০ জন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান নিহতদের মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *