নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশিত: 4:22 pm, November 20, 2023 | আপডেট: 4:22 pm,

নড়াইল সদর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি: ১৯ নভেম্বর দিবাগত রাতে মাদক মামলায় ০১(এক) বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ। আসামি মোঃ নজরুল ইসলাম নড়াইল জেলার সদর থানার চাঁচড়া গ্রামের কাজী আজিজুর রহমান এর ছেলে।

 

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের তত্ত্বাবধানে এএসআই(নিঃ) মাগফুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাতে তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *