নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে প্রার্থী হলেন মীম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

প্রকাশিত: 6:15 pm, January 23, 2025 | আপডেট: 6:15 pm,

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে প্রার্থী হলেন মীম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ সোহাগ

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

দীর্ঘ এক যুগ পরে নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে মীম শরৎ গ্রুপের কর্ণধার আলহাজ্ব মোহাম্মদ সোহাগ মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। আজ বৃহস্পতিবার তিনি মনোনয়নপত্র জমা দিবেন বলে জানা যায়। মনোনয়ন পত্র সংগ্রহের পর তিনি সাংবাদিকদের বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানকে সমর্থনে নারায়ণগঞ্জের রাজপথে ১৮ জুলাই সন্ধ্যায় কর্তৃত্ববাদী পতিত সরকারের দোসর ও আজ্ঞাবহ পুলিশের ছোড়া রাবার বুলেট কপালে লেগে আহত হয়ে তার জীবনের ঝুঁকিতে পড়েছিল। দেশের কল্যাণের জন্য সব সময় প্রস্তুত তিনি ছিলেন এবং আছেন। দেশের কল‍্যাণে তিনি তার জীবন উৎসর্গ করতে প্রস্তত। তিনি বলেন,নারায়ণগঞ্জের ব্যবসায়িক খাতকে এবং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজকে তথা নারায়ণগঞ্জকে নতুন উচ্চতায় নিয়ে যেতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে চান।

মোহাম্মদ সোহাগ আরো বলেন, সাধারন ভোটাররা আর কোন সিলেকশন কমিটি চায় না। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের ইচ্ছে মতো নেতা নির্বাচন করতে চায়। আমি সাধারন ব্যবসায়িদের সমর্থনে ও অনুরোধে দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাওয়া নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এর নির্বাচন অংশগ্রহন করেছি। নারায়নগঞ্জের ব্যবসায়িরা দীর্ঘদিন তাদের মত প্রকাশের সুযোগ পায়নি, এবারের নির্বাচনে তারা নিজেদের ভোট প্রয়োগের একটা সুযোগ পেয়েছে।নিজেদের পছন্দ মতো প্রার্থী তারা নির্বাচন করতে পারবে। ভোটারদের উৎসাহ উদ্দীপনা দেখে আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ, দীর্ঘ দিন যাবৎ ‘মীম শরৎ” গ্রুপের স্বত্বাধিকারী হয়ে নারায়ণগঞ্জে ব্যবসা করে আসছে। তিনি দিনরাত পরিশ্রম করে তাঁর প্রতিষ্ঠিত ব্যবসাকে একটি সফল ব‍্যবসায়িক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেন। তার গ্রুপে বর্তমানে ৯টি ফ্লাওয়ার মিল এবং ২০টি অভ‍্যন্তরিন জাহাজ রয়েছে। যার দ্বারা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পণ্য পরিবহণ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
ব্যবসায়িক পথ পরিক্রমায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ যুক্ত আছেন, ভোক্তা অধিকার সুরক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সহ সভাপতি। এফবিসিসিআই, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশন, প্রতিষ্ঠাতা ও পরিচালক, দারুল ইশক হোসাইনিয়া খানকা শরিফ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স এসোসিয়েশন, সদস্য, আটা ময়দা মিল মালিক সমিতি।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ একজন দীর্ঘদিনের ব্যবসায়িক উদ্যোক্তা হিসেবে নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিতে কাজ করার প্রত্যাশা নির্বাচনে অংশ গ্রহন করেছি। মোহাম্ম্দ সোহাগের ২০ বছরেরও বেশি সময়ের ব্যবসায়িক অভিজ্ঞতা রয়েছে, যার মধ্যে ৯টি ফ্লাওয়ার মিল এবং ২০টি অভ্যন্তরীণ নৌযানের মালিকানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দেশের ব্যবসায়িক খাতে কাজ করে আসছে এবং জনগনের খাদ্য নিরাপত্তা বজায় রাখা ও জরুরী পণ্য পরিবহনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কার্যক্রমে অংশগ্রহণ করে অসহায় ও দুঃস্থ মানুষদের সহায়তা এছাড়াও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতৃত্ব দিয়ে তিনি এই খাতে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছে। কিন্তু পূর্ববর্তী সরকার-সমর্থিত নেতৃত্বের সময়ে তারা নারায়ণগঞ্জের নৌপরিবহন কাজে সম্পৃক্ত বা খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য উৎপাদন ও পরিবহন সংশ্লিষ্ট ব্যবসায়ীগন কেউই নারায়ণগঞ্জ চেম্বারের কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেনি। তবে, বর্তমানে পরিবর্তিত এবং সুস্থ পরিবেশে, তিনি নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করার জন্য চেম্বারের সাথে সংযুক্ত হতে চান। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের নির্বাচনে সদস্য হিসাবে দায়িত্ব পালনের সুযোগ চান ভোটারদের কাছে। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের ভোটারদের কাছে অনুরোধ করে বলেন, তাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে তিনি তার অভিজ্ঞতা ও নেতৃত্বের গুণাবলী দিয়ে এই নারায়ণগঞ্জের ব‍্যবসায়িদের কল‍্যাণে ব‍্যাপক ভাবে কাজ করবেন।

 

 

 



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *