পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষে ২৩ মামলায় গ্রেফতার ১৯০
হীমেল কুমার মিত্র
স্টাফ রিপোর্টারঃ
পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ২৩ মামলায় নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১৯০ জন গ্রেফতার হয়েছে।
আজ (১৩ মার্চ) সোমবার সকালে নতুন করে ওই ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাশকতায় অংশগ্রহণকারী ও দুষ্কৃতকারীদের গ্রেফতার করা হচ্ছে। কোনো সাধারণ নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে না। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আশ্বস্ত করা হচ্ছে, ঘটনায় জড়িদের ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না।
উল্লেখ্য, (৩ মার্চ) শুক্রবার পঞ্চগড়ের আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) জলসা কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় শনিবার (৪ মার্চ) থেকে আলাদাভাবে সদর থানায় ১৮ ও বোদা থানায় ৫টিসহ মোট ২৩টি মামলা দায়ের করা হয়। এরপর জেলার বিভিন্ন জায়গায় পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।