পাইকগাছায় ইউপি চেয়ারম্যান কাজলের বহিষ্কার সহ শাস্তির দাীবতে মানববন্ধন 

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৩ | আপডেট: ১০:৪১ অপরাহ্ণ,

মোঃ খাইরুজ্জামান সজিব : খুলনার পাইকগাছায় লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সাথে সুন্দরী এক যুবতীর সেক্সসুয়াল ভিডিও ফাঁসের ঘটনায় ইউপি চেয়ারম্যানের বহিষ্কারসহ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে লতা ইউনিয়নবাসীর আয়োজনে পাইকগাছা প্রেসক্লাবের সামনে সাবেক ইউপি সদস্য দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কৃষ্ণ রায়, লতা ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক দিপক রায়, যুবনেতা মনতোষ মন্ডল, ক্লীনটন বিশ্বাস, সুশান্ত দফাদার, সরোত্তম সরকার, মনোজ মন্ডল, সাগর রায়, নীলকোমল রায়, সমির সরকার ও মাইকেল মন্ডল।

 

উলেখ্য, গত ৩ এপ্রিল সাবেক ইউপি সদস্য আলমগীর খলিফা ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাপ আলী হালদারসহ বহু মানুষের স্বাক্ষরিত একটি অভিযোগ ইউএনও’র দপ্তরে জমা দেন। ৪ এপ্রিল ইউপি চেয়ারম্যান কাজলকে বহিষ্কারসহ শাস্তির দাবীতে জেলা প্রশাসক বরাবর অভিযোগ দেন। গত ক’দিন ধরে সেক্সসুয়াল এ ভিডিওটি একে অপরের মোবাইলে ফাঁস হলে সব মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

অভিযোগে জানাযায়, ক’দিন পুর্বে লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ও এক যুবতীর ৩ মিনিট ১৭ সেকেন্ডের সেক্সসুয়াল ভিডিও ফাঁস হলে গোটা এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়। এ ভিডিওটি দ্রুত সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান কাজল বে-কায়দায় পড়ে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্দ রেখে এক প্রকার আত্মগোপনে যান। ভিডিও ফাঁসের ঘটনাটি মুখোরোচক আলোচনাসহ সোসাল মিডিয়া এমনকি পত্রপত্রিকায় প্রতিবেদন আকারে প্রকাশ হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *