পীরগঞ্জের ক্লোজড ওসি জাকির হোসেন এর পক্ষে স্থানীয় একটি মহলের মানববন্ধন 

প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৩ | আপডেট: ৮:০০ অপরাহ্ণ,

পীরগঞ্জের ক্লোজড ওসি জাকির হোসেন এর পক্ষে স্থানীয় একটি মহলের মানববন্ধন 

হীমেল কুমার মিত্র

স্টাফ রিপোর্টারঃ

রংপুরের পীরগঞ্জ থানার ওসি জাকির
হোসেন এর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ভিডিও প্রকাশ করে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসানোর প্রতিবাদে শনিবার দুপরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয় একটি মহল।

উল্লেখ্য পীরগঞ্জের ওসি জাকির হোসেন কে ঘুষ বাণিজ্যের ভিডিও ক্লিপ ফাঁস হওয়ার অভিযোগে গত ২৪ এপ্রিল সোমবার
বিকেলে রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাথমিক ভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় পীরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশ জারি করে। শনিবার দুপরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,পীরগঞ্জে অবৈধ বালু ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট তাকে ঘুষ প্রদানের প্রস্তাব করলে তিনি তা প্রত্যাখ্যান করায় তাকে ফাঁসাতে ভিডিও ক্লিপ প্রচার করেছে। এতে বক্তব্য রাখেন যুবলীগ নেতা ফিরোজ,সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সাগর, জাতীয় ছাত্র সমাজ(জাপা) পীরগঞ্জ উপজেলা
শাখার সভাপতি আসাদুজ্জামান সবুজ, শফিকুল ইসলাম সহ পৌর স্বেচ্ছাসেবক দল নেতা সুমন, সোহেল ও রুবেল প্রমূখ। বক্তরা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ঘুষ প্রদানে
চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। রংপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ওসি’র ঘুষ গ্রহণের বিষয়টির প্রাথমিকভাবে সত্যতা পাওয়া তাকে ক্লোজড করে অধিকতর তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ওসি জাকির হোসেনর পক্ষে মানব বন্ধন হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারন জনগণ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *