প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

প্রকাশিত: ৪:০৪ পূর্বাহ্ণ, জুন ১২, ২০২৪ | আপডেট: ৪:০৪ পূর্বাহ্ণ,

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন

এস এম সুমন

নিজস্ব প্রতিবেদক:::

আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় চলমান গৃহের ৫ম পর্যায়ের ২য় ধাপের নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় ৮০ টি

উপকার ভোগী পরিবারের নিকট প্রধানমন্ত্রী কর্তৃক ১১ জুন সকাল ১১ টায় জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়ালি যুক্ত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

মঙ্গলবার ১১ জুন সকালে বড়াইগ্রাম উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার রেজাউল করিম এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাটোর।(ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের , মাঝগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল আজাদ দুলাল ,জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আকবর হোসেন, বড়াইগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিন আলীসহ আরো উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী গণ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন,
(মুজিব বর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না) প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহ নির্মাণের কর্মসূচী হাতে নেওয়া হয়। সারাদেশের সকল ভূমিহীন-গৃহহীন মানুষকে জমিসহ সেমিপাকা ঘর দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে ‘ক’ শ্রেণির পরিবারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সরকারি নিষ্কন্টক খাস জমি, সরকারিভাবে ক্রয়কৃত জমি, সরকারের অনুকূলে কারো দানকৃত জমি অথবা রিজিউমকৃত জমিতে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন করা হচ্ছে।

সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬ টি ভূমিহীন -গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জমি ও ঘর উপহার পেয়ে বড়াইগ্রাম উপজেলার ৮০ টি জমি ও গৃহহীন পরিবার আনন্দিত।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *