প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ 

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩ | আপডেট: ৫:৪৭ অপরাহ্ণ,

মোঃ জাহাঙ্গীর হোসেন: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের “সাংবাদিকতার নীতিমালা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং প্রেস কাউন্সিল আইন ১৯৭৪” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজন এবং উপজেলা পরিষদের সহযোগীতায় রবিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সালেক মুহিদের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মঞ্জুরুল আহসান বুলবুল, ভারতের বহুভাষী সংবাদ সংস্থা “হিন্দুস্থান সমাচার-এর ব্যুরো প্রধান কিশোর সরকার। প্রশিক্ষণ শেষ ৬৫ জন সাংবাদিককে সনদপত্র প্রদান করা হবে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *