বইলর টু ফুলবাড়িয়া রাস্তা এখন মরণ ফাঁদে পরিনিত হয়েছে

প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০২৩ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ণ,

এস.এম রুবেল আকন্দ: ময়মনসিংহের ত্রিশাল উপজেলাধীন বইলর টু ফুলবাড়িয়া রাস্তাটি দীর্ঘ ১৭ বছর যাবত সংস্কার না হওয়ার কারণে ভাঙ্গাচুরা রাস্তাটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।

 

এলাকাবাসী আগামী (২৩ শে মার্চ ২০২৩ইং) বৃহস্পতিবার বইলর মোড় বাসস্ট্যান্ডে মানববন্ধন করতে যাচ্ছে।

 

দীর্ঘদিন যাবত এই রাস্তা দিয়ে বইলর-ধানীখোলা, ঝায়েরপাড়, পাগলা বাজার, কাটাখালি ও পিছলার বাজার এলাকাবাসীর যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে। এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের সময় মত স্কুল-কলেজে যাওয়ার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত প্রাণঘাতির মত ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত অটো সিএনজি উল্টে যাচ্ছে এবং একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বাদশাহ দেওয়ান নামে এক তরুণ ছেলে এলাকাবাসীর পক্ষ থেকে জনস্বার্থে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে সেই তরুণ ব্যক্তি সড়ক-মহাসড়ক বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়ে বরাবর আবেদন জানিয়েছেন।

 

তিনি আরো বলেন, এলাকাবাসীর গণস্বাক্ষর সাথে সংযুক্ত করে দিয়েছেন, দীর্ঘদিন যাবত বইলর টু ফুলবাড়িয়া রাস্তাটি এভাবে আর কতদিন থাকবে এখন জরুরী ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা খুবই প্রয়োজন সেজন্য এলাকাবাসী মানববন্ধনে আসতে চাচ্ছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *