বাংলাদেশ সর্বজনীন দলের নির্বাচনী রূপরেখা প্রকাশ

প্রকাশিত: ৯:৪২ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৩ | আপডেট: ৯:৪২ পূর্বাহ্ণ,

মোঃ আনোয়ার হোসেন ঃঃ

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, দেশের নির্বাচনী ব‍্যবস্থার একটা স্থায়ী সমাধান কল্পে বাংলাদেশ সর্বজনীন দল জাতীয় প্রেস ক্লাবে একটি নির্বাচনী রূপরেখা প্রকাশ করেছে।
এতে বলি হয়, কোন অরাজনৈতিক ও অনির্বাচিত ব‍্যাক্তির হাতে ফ্রি ফ্রি রাষ্ট্র ক্ষমতা তুলে দেয়া যাবে না।

নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা ( জনপ্রশাসন, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও আইন মন্ত্রণালয়ের দায়িত্ব) দিয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ভাবে শক্তিশালী করতে হবে এবং কমপক্ষে তিন ধাপে জাতীয় সংসদ নির্বাচন এবং প্রতিটি ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন করার দাবি জানিয়ে নির্বাচনী রূপরেখাটি প্রকাশ করেছেন বাংলাদেশ সর্বজনীন দল এর সভাপতি মোঃ রাসেল কবির।

এর আগে দলের সাধারণ সম্পাদক সাহেল আহমেদ সোহেল রূপরেখার সমর্থনে জোড়ালো বক্তব‍্য রাখেন। দলের উপদেষ্টা এসএম মোর্শেদ সরকারের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। সর্বজনীন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ দেশের প্রায় ২৮ টি জেলা হতে আগত নেতৃবৃন্দ এবং সর্বজনীন ছাত্র ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ রূপরেখার সমর্থনে বক্তব‍্য দেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *