বিবর্তন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্দোগে পরিবহণ চালক হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৩ | আপডেট: ৪:৫৬ অপরাহ্ণ,

মোঃ আনোয়ার হোসেনঃ

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি ) রাজধানীর জুরাইন রেল গেট জান্নাত প্লাজায় বিবর্তন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে পরিবহণ চালক ও হেলপারদের ট্রাফিক আইন কানুনের উপর এক বিশেষ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেল আহম্মেদ সোহেলের পরিচালনায় ও মহাসচিব মোঃ রাসেল কবিরের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালাটি সকাল ১০ টায় শুরু হয়। পরিবহনের চালক ও হেলপারসহ সমাজের সর্বস্তরের জনসাধারণ এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার নিপা বিশ্বাস। তিনি উপস্থিত অতিথি ও পরিবহন চালকদের উদ্দ‍েশ‍্যে ট্রাফিক আইন কানুনের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ওয়ারী ট্রাফিক জোনের শহর ও যানবাহন ইন্সপেক্টর পবিত্র বিশ্বাস। তিনি ট্রাফিক সিগন্যাল মেনে চলতে এবং বাইক চালকদের হেলমেট পরার জন‍্য আহবান জানান। প্রশিক্ষণ শেষে টিআই পবিত্র বিশ্বাস অনুষ্ঠানে আগত প্রশিক্ষনার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব‍্যবসায়ী ও শ্রমিক নেতা মোঃ বাবুল হোসেন মিন্টু, এস টিভির ডিরেক্টর মোঃ দেলোয়ার হোসেন, সর্বজনীন শ্রমিক সংগঠনের সভাপতি রহমতুল্লাহ জিসান, মোঃ ইউসুফ, আবদুল হাকিম, মোঃ মাইনুদ্দিন, মোঃ মনির হোসেন, আবদুল আউয়াল, মোঃ লোকমান, আসাদুজ্জামান পলাশ, হাসিনা শেখ, হৃদয় ইসলাম, হযরত মোল্লা, আবদুর রহিম, বাদশাহ, শাহীন, শাহজালাল, লিটন, যুবরাজ, লিটন হাওলাদার, নাজমুল, আবদুল আলীম, রোকনুজ্জামান, আবুল হাসেম প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালার সফলতা কামনা করে বার্তা দিয়েছেন কুড়িলের ট্রাফিক ইন্সপেক্টর (এডমিন) মোঃ দেলোয়ার হোসেন সুমন, যাত্রাবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর মোঃ মেনন, টিআই বিপ্লব ভৌমিক, টিআই শফিকুল ইসলাম, টিআই কামরুল ইসলাম, টিআই রুহুল আমীনসহ অনেকে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *