মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২৩ | আপডেট: ৭:৩২ অপরাহ্ণ,

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

হীমেল কুমার মিত্র:”নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানক সামনে রেখে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুর এর আয়োজনে আজ (১৯ জুন) সোমবার সকাল ১০:৩০ মিনিটে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর ড. চিত্রলেখা নাজনীন এর সভাপতিত্বে ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয়’ শীর্ষক কর্মশালা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর মোঃ হাবিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি, রংপুর মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম; রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম।

এছাড়া রংপুর বিভাগের বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসকগণ; অতিরিক্ত পুলিশ সুপার, এ সার্কেল, রংপুর; রাজনৈতিক নেতৃবৃন্দ; জনপ্রতিনিধি ; বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ; সভাপতি, প্রেস ক্লাব সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *