মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

প্রকাশিত: 2:40 am, February 19, 2025 | আপডেট: 2:40 am,

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

মোঃজসিম শেখ, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ১১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, গত কাল ১৮ই ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯ ঘটিকার সময় ব্রাহ্মণ ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অবঃ) আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক মোল্লা। অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টেের ক্রীড়াবিদ শিক্ষার্থীদের পাশাপাশি প্রত্যেক শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদ্বোধন করেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আকতার হোসেন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গিবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আলী আসগর রিপন মল্লিক। এছাড়াও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোঃ হাবিবুর রায়হান রতন, ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন শেখসহ আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি যত্নশীল হতে আহ্বান জানান। এছাড়াও শিক্ষার্থীদের জন্য চলমান বৃত্তির পাশাপাশি উৎসাহমূলক আরো বৃত্তির ঘোষণা করেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে শেষ করার জন্য প্রধান শিক্ষক, অতিথিবৃন্দ ও সহকারী শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
আয়োজনে ব্রাহ্মণ ভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, সার্বিক সহযোগিতায় টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *