মুরাদপুরে রাস্তার উপর কাচা বাজার, জন সাধারণের চলাচলে দুর্ভোগ


নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জুরাইনের মুরাদপুর মাদ্রাসা রোডে প্রবেশের মুখে মানুষের চলাচলের পথ বন্ধ করে রাস্তার উপরে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে সকাল থেকে রাত পর্যন্ত কাঁচা বাজার বসে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিদিন সকাল ৭ থেকে রাত ৮ টা পর্যন্ত জুরাইন মুরাদপুরের মাদ্রাসা রোডের মাথায় এই বাজার বসে। বাজারে মাছ, তরি-তরকারি সহ প্রায় ২৫-৩০টি’ দোকান বসে। এর মধ্যে ১০ থেকে ১২ টি মাছের দোকান রয়েছে। বাকি গুলো শাক সবজি ও অন্যন্যা দোকান।
এ সড়ক চলাচলে সকালে স্থানীয় স্কুল -কলেজ গামী শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষকে পড়তে হয় বিপাকে। রাস্তায় দোকান বসার কারণে মাঝে মাধ্যই সৃষ্টি হয় মানুষের জটলা।
সরেজমিনে দেখা যায়, মুরাদপুর মাদ্রাসা রোডের মহল্লায় প্রবেশের মূল সড়কের দু’পাশে বসেছে সারি সারি দোকান। সকালে ক্রেতাদের উপচেপড়া ভীড়ের কারণে সড়ক প্রায় বন্ধ বললেই চলে।