যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে অনলাইন জুয়াখেলায় ব্যবহৃত চারটি মোবাইলসহ গ্রেফতার-০৪
মোঃ খাইরুজ্জামান সজিব
বিশেষ প্রতিনিধি:::
গত ১০ জুন ২০২৪ খ্রিঃ সোমবার ডিবি যশোরের এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন, এসআই(নিঃ)/ মোঃ আমিরুল ইসলাম, এএসআই(নিঃ)/শেখ কামরুল আলম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২৩.১৫ ঘটিকার সময় যশোর মনিরামপুর থানাধীন নেহালপুর বাজারস্থ আনোয়ার হোসেন এর মিথিলা টেলিকম নামক মোবাইল এর দোকানের সামনে হইতে গ্রেফতার করেন।গ্রেফতারকৃত আসামীরা হলেন ১। মোঃ জাকির হোসেন (২৬), পিতা-নূর মোহাম্মদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-দত্তকোনা, ২। মোঃ হুমায়ন কবির (২৮), পিতা-মাহবুব সরদার, মাতা-লাকি বেগম, সাং-মনোহরপুর, ৩। মোঃ আব্দুল গফফার (৩২), পিতা-আব্দুর সাত্তার গাজী, মাতা-মোছাঃ কোহিনুর বেগম, সাং-পাঁচাকড়ি, ৪। মোঃ আরিফুল ইসলাম (৩৪), পিতা-আব্দুল হামিদ মোঢ়ল,সাং-পাঁচাকড়ি, সর্ব থানা-মনিরামপুর , জেলা-যশোর অনলাইন জুয়াখেলায় ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন সহ গ্রেফতার হন।এ সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে যশোর মনিরামপুর থানায় এজাহার দায়ের করেন।