রংপুরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৩ | আপডেট: ৭:৪২ অপরাহ্ণ,

রংপুরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার: রংপুরের হাজিরহাট এলাকায় স্বামীকে মারধর করে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। (২ ডিসেম্বর ) শনিবার দুপুর ১ টার দিকে রংপুরের হাজিরহাটের বটতলায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ধ্যায় ৫ জনকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুজ্জামান বসুনীয়া।

 

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব‍্যাক্তিরা হলেন, রংপুর নগরীর ২ নম্বর ওয়ার্ড হাজিরহাট এলাকার রানা (৩৩), জাহেদুল ইসলাম (৩২), আলমগীর হোসেন (৩১), হাফিজুল (২৮), শামসুল ইসলাম (৩২), বুলু হোসেন (২৫)।

 

পুলিশ সূত্রে জানা যায়, উক্ত নারী তার স্বামী সহ প্রতিদিন কাগজ কুড়ায়। শনিবার দুপুর ১ টার দিকে তাদের এক সন্তান সহ স্বামী-স্ত্রী কাগজ কুড়াতে কুড়াতে হাজিরহাট এলাকার বটতলায় পৌছায়।

 

এসময় স্থানীয় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধরে নিয়ে যায় এবং রাস্তার পাশে থাকা আসামী জাহিদুল ইসলামের ব‍্যাবসায়ী ঘরে নিয়ে গিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পরে সন্ধ্যায় ওই মহিলা থানায় গিয়ে জানালে পুলিশ সংবদ্ধ ধর্ষণের সাথে জড়িত ৫ জনকে গ্রেফতার করেন।

 

হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুজ্জামান বসুনীয়া জানান, ঘটনা জানার সাথে সাথে আমরা অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ঘটনার সাথে ৬ জন জড়িত ছিল। বাকি ১ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের ঘটনায় থানায় ভুক্তভোগী নারী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *