রংপুর তাজহাটের হরিরামপুরে পুকুরে মিলল ব‍্যবসায়ীর মরদেহ

প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, মে ২, ২০২৩ | আপডেট: ১১:০১ অপরাহ্ণ,

রংপুর তাজহাটের হরিরামপুরে পুকুরে মিলল ব‍্যবসায়ীর মরদেহ

হীমেল কুমার মিত্র

স্টাফ রিপোর্টারঃ

রংপুর হরিরামপুর উপজেলায় পুকুর থেকে মনিরুজ্জামান মানিক নামে এক ব‍্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ (২ মে) মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি হরিরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার (১ মে) রাতে নিজের দোকান থেকে বাড়ির উদ্দেশে রওয়ানা দেন অটোপার্টসের ব্যবসায়ী মনিরুজ্জামান মানিক। বাড়ি না ফেরায় স্বজনরা খুঁজতে থাকেন। এ সময় তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের পুকুরে মানিক মরদেহ ভাসত দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার অভিযোগ করে জানান, এটি একটি হত্যাকাণ্ড। প্রতিবেশী তাছলিমা, মাহমুদা ও মামুন এ হত্যায় জড়িত। তাদের বিচার চাই।

এ বিষয়ে রংপুরের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আরিফুজ্জামান জানান, সকালে ফোন পেয়ে তাজহাটের হরিরামপুর এলাকার পুকুর থেকে ব‍্যবসায়ী মনিরুজ্জামান মানিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *