রাজারহাটে পিকআপচাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৬ 

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৩ | আপডেট: ৫:৪৪ অপরাহ্ণ,

রাজারহাটে পিকআপচাপায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ৬ 

হীমেল কুমার মিত্র: কুড়িগ্রামের রাজারহাটে পিকআপ ভ্যানচাপায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬ জন।

 

আজ (৪ জুলাই) মঙ্গলবার সকাল ৯টার দিকে রাজারহাট উপজেলার মিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে।

 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, উলিপুরগামী একটি পিকআপভ্যান রাজারহাটগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় অটোরিকশাযাত্রী সিরাজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন আরও ৬ জন।

 

তাদের উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নেয়া হয়েছে।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *