সামাজিক সেবায় নিজেকে নিয়োজিত রাখব এটাই আমার দৃঢ়প্রতিজ্ঞা : আব্দুর রহমান

প্রকাশিত: 11:21 pm, February 19, 2025 | আপডেট: 11:21 pm,

{“remix_data”:[],”remix_entry_point”:”challenges”,”source_tags”:[“local”],”origin”:”unknown”,”total_draw_time”:0,”total_draw_actions”:0,”layers_used”:0,”brushes_used”:0,”photos_added”:0,”total_editor_actions”:{},”tools_used”:{“square_fit”:1},”is_sticker”:false,”edited_since_last_sticker_save”:true,”containsFTESticker”:false}
সামাজিক সেবায় নিজেকে নিয়োজিত রাখব এটাই আমার দৃঢ়প্রতিজ্ঞা : আব্দুর রহমান

সামাজিক সেবায় নিজেকে নিয়োজিত রাখব এটাই আমার দৃঢ়প্রতিজ্ঞা : আব্দুর রহমান

 

নিজস্ব প্রতিবেদক: আব্দুর রহমান, পিতা: রাফেজ মল্লিক মাতা মনোয়ারা বরিশাল নিবাসী আমি সকল সময় সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখি বা রেখেছিলাম ছোটবেলা থেকেই আমি সামাজিক উন্নয়নের সাথে জড়িত আমি কখনো নিজেকে দেশ রক্ষার কাজে নিয়োজিত রাখতে পিছপা হব না তাছাড়া আমি দেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবাসি আমি কখনো কোনদিনও দেশের ক্ষতি হোক এলাকার ক্ষতি হোক এবং জনগণের ক্ষতি হোক এমন কিছু আশা করিনি বা করতে চাইও না সেই ধরনের মানসিক প্রতিক্রিয়া আমার ভেতরে নাই আর এটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে কারণ আমার বিপক্ষের কিছু লোকজন আমাকে হেও প্রতিপন্ন করে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে আমাকে ছোট করে দেখার জন্য যেন আমি সামাজিক কাজকর্মগুলো ভালোভাবে করতে না পারি কিন্তু তারা জানে না যে আমি ভয় পাই না আমাকে নানাভাবে অন্যায় অত্যাচারিত করে আমার সামাজিক অবস্থান ও ভাবমূর্তি নষ্ট করে আমাকে ছোট করতে চেয়েছিল আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার কোন ক্ষতি সাধন করতে পারেনি কারন আমার সাথে দেশ জনতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সম্মিলিতভাবে এগিয়ে এসে আমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য সহযোগিতা সহ নানা ভাবে এগিয়ে এসেছিলেন কিছুদিন আগে বন্যায় আমি বিভিন্ন অঞ্চল গুলিতে নৌকার মাধ্যমে পানিবন্দি লোকগুলোকে রাজ্য সহযোগিতা ও খাবার দিয়ে এসেছিলাম এছাড়াও আমি মূলত গ্যারেজের ব্যবসা করে থাকি আমার এই গ্যারেজে যারা অসহায় এবং দরিদ্র লোকজন কাজ করেন তাদের আমি বিপদ-আপদে সর্বদা সবসময় পাশে থাকি এবং তাদের সাহায্য করার চেষ্টা করি ইনশাল্লাহ আগামীতেও করবো সাংবাদিকবান্ধব আমি আমি নিজেও একজন গণমাধ্যম কর্মী সাংবাদিকদের আমি পছন্দ এবং ভালোবাসি কারণ তারা জাতির আয়না ও বিবেক আমি হয়তো সময় দিতে পারছি না গণমাধ্যমে কিন্তু গণমাধ্যমের সাথে আমি ছোটবেলা থেকেই জড়িত ছিলাম বা আছি কতিপয় কিছু ফেসবুক অনলাইন আওয়ামী লীগের দোসর ব্যক্তিগণ সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে নানা ধরনের বিভ্রান্তিকর অসত্য তথ্য প্রচার করে বেড়াচ্ছে যেটা আমি বুঝতে পারছি না তারা কি চাচ্ছেন উক্ত বিষয়ে আমি সবুজবাগ থানায় জিডি পর্যন্ত করেছি জিডি নাম্বার ১২৫৫ আমি আশা করব এবং সকলকে অনুরোধ করব আপনারা শক্ত হাতে এদের রুখে দাঁড়ান এদের বিরুদ্ধে সংগ্রাম প্রতিবাদ জানান ছাত্র সমন্বয়কে নানাভাবে ব্যবহার করে বর্তমান ছেলেপেলেরা নাম না জানা ব্যক্তি বর্গর উস্কানিমূলক আচরণে ব্যবসা-বাণিজ্যের অবস্থা যেভাবে অচল করে দিচ্ছে তাতে আমি মনে করছি যে উক্ত ছাত্রদেরই ভাবমূর্তি নষ্ট হবে বলে মনে করছি আমি সকলের নিকট আশা করব যে আপনারা আপনাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তাদের প্রতি খেয়াল রেখে দেশ ও জাতি গঠনে সহযোগিতার ভূমিকায় অভিভাবকগণ সর্বদা তাদের পাশে থাকবেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি বিএনপি করতাম দেখে আমাকে বিভিন্নভাবে হয়রানি মূলক মিথ্যা মামলায় একাধিক মামলা দিয়ে জর্জরিত করেছিল যা আমি আজও ভুলিনি ভুলতেও পারবোনা আমি মনে রেখেছি কি পরিমাণ নির্যাতন আমাকে করা হয়েছিল, আজ জল পরিবর্তনের সাথে সাথে ওই সকল আওয়ামীলীগ লোকজনই এখন বিএনপি বলে নাচছে আমি অনুরোধ করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তম শক্তিশালী দল ও সংগঠন, উক্ত নব্য বিএনপিদের তাদেরকে খুঁজে বের করে দ্রুত তাদের বহিষ্কার করার না হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্ষতি হবে বলে আমি মনে করছি,আমাকে দোয়া করবেন আমি যেন দেশ ও জাতির কল্যাণে ছিলাম আছি থাকবো এবং সমাজের সকল অন্যায়ের তীব্র প্রতিবাদ সহ দেশ ও জাতি গঠনে অত্যন্ত সুন্দর ভূমিকা রাখতে পারি এই দোয়া ও প্রত্যাশা কামনা করছি আপনাদের নিকট ধন্যবাদ



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *