সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের স্মরণে ও বিচারের দাবীতে কৃষক সমাবেশ

প্রকাশিত: ৮:৫৪ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২৩ | আপডেট: ৮:৫৪ অপরাহ্ণ,

হীমেল কুমার মিত্র

স্টাফ রিপোর্টারঃ ঃ

১৯৯৫ সালের মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের স্মরণে ও বিচারের দাবীতে কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৫ মার্চ) বুধবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু চত্বরে রংপুর মহানগর কৃষকলীগের উদ্যোগে কৃষক হত্যা দিবস পালিত হয়। কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিলে মহানগর কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের সদস্য এডভোকেট ফিরোজ কবীর গুঞ্জন, মহানগর কৃষকলীগের সহ-সভাপতি ঝুলু প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, ৪নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সুধীর কুমার রায়সহ বিভিন্ন ওয়ার্ড কৃষকলীগের নেতৃবৃন্দ। এসময় বক্তারা অবিলম্বে কৃষক হত্যাকারী বিএনপি জামাতের দোষরদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির প্রদানের অনুরোধ জানান সরকারের প্রতি।

আলোচনা সভা শেষে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

সর্বশেষে ১৯৯৫ সালের মাসব্যাপী বিএনপি-জামাত জোট সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন কৃষকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন নুরুল ইসলাম।

একই দাবীতে জেলা কৃষকলীগের উদ্যোগে কৃষক সমাবেশ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, প্রধান বক্তা ছিলেণ কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য লুৎফল বারী আল ওসমানী, জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন। সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম যাদু ও সঞ্চালনা করেন সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *