সিরাজদিখানে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সমরেশ নাথ

প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, মে ১৮, ২০২৪ | আপডেট: ১০:৩৪ অপরাহ্ণ,

সিরাজদিখানে প্রচারণায় ব্যস্ত চেয়ারম্যান পদপ্রার্থী সমরেশ নাথ

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ:::

মুন্সীগঞ্জ সিরাজদিখানে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সমরেশ নাথ ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। তিনি প্রতিটি ওয়ার্ডে ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। সমরেশ নাথ জানান,আধুনিক,ডিজিটাল ও স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষে আপনাদের দোয়া,আর্শীবাদ ও সহযোগীতা প্রত্যাশী। জনসেবা করতে হলে পদ-পদবি থাকতে হয়। তাহলে সেবা করার দুয়ার উন্মোচিত হয়। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের উদ্যোগ গ্রহণ করবো। উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ন চন্দ্র কর্মকার,জতিন্দ্র চন্দ্র দাস জটু,মোঃ জামাল হোসেন,আকবর আলী প্রমুখ।



একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত করা আছে *