নিজস্ব প্রতিবেদক:
অনলাইনে আক্রমণাত্মক ও মিথ্যা তথ্য প্রকাশের দায়ে সাপ্তাহিক অপরাধ বিচিত্রা পত্রিকার সম্পাদক এস. এম. মোরশেদ ও জ্যেষ্ঠ প্রতিবেদক এজাজ রহমানকে অর্থদণ্ড দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালত।
রোববার (তারিখ) ট্রাইব্যুনালের বিচারক এ. এম. জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।
রায়ে আদালত সম্পাদক এস. এম. মোরশেদকে দুই লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড এবং প্রতিবেদক এজাজ রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর আসামিপক্ষ জরিমানার অর্থ পরিশোধের জন্য এক মাস সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
মামলার সূত্রে জানা যায়, ইসলামি ব্যাংকের কর্মকর্তা মনিরুজ্জামানকে নিয়ে ২০২০ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসে অপরাধ বিচিত্রা পত্রিকায় একাধিক প্রতিবেদন প্রকাশ করা হয়। ওইসব প্রতিবেদনে মনিরুজ্জামানকে ‘নারীলোভী’, ‘অর্থ আত্মসাৎকারী’, ‘নারী ও মাদকাসক্ত’, ‘নারী পাচারকারী’, ‘দুর্নীতিবাজ’ এবং ‘ক্ষমতার অপব্যবহারকারী’ বলে উল্লেখ করা হয়।
এছাড়া ২০২০ সালের ১২ ডিসেম্বর সম্পাদক এস. এম. মোরশেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ওই সংবাদগুলোর স্ক্রিনশট বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডিতে শেয়ার করেন, যা পরবর্তীতে অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ক্ষুব্ধ মনিরুজ্জামান আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্ত ও শুনানি শেষে ট্রাইব্যুনাল আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় ঘোষণা করেন।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।