এক নম্বর আসামি জিতুকে দ্রুত গ্রেপ্তার ও অন্যদের জামিন বাতিলের দাবি
রাসেল কবির:
মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালক মোঃ সোহাগকে অপহরণের ঘটনায় মামলার প্রধান আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় উদ্বেগ বাড়ছে। অপরদিকে গ্রেপ্তার হওয়া আসামিরা জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসে ভুক্তভোগী ব্যবসায়ী ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ সোহাগ ফতুল্লা থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, গত ১ জুন ২০২৫ তারিখে সরকারি তোলারাম কলেজের সামনে থেকে তাঁকে অপহরণ করে একটি সংঘবদ্ধ চক্র। এ ঘটনায় তাঁর স্ত্রী মোসাঃ তানিয়া আহম্মেদ বাদী হয়ে ফতুল্লা থানায় অপহরণ মামলা দায়ের করেন (মামলা নং–১২(০৬)২৫, ধারা–৩৬৪/৩৪ দণ্ডবিধি)।
মামলার তদন্তে পুলিশ ২ নম্বর আসামি মোঃ সাকিব হোসেন, ৩ নম্বর আসামি মোঃ কবির হালদার, ৪ নম্বর আসামি মোঃ ছাহাদ এবং ৫ নম্বর আসামি ইমরান হোসেন মোহনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। তারা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ১ নম্বর আসামি আল আমিন ওরফে জিতুকে অপহরণের মূল পরিকল্পনাকারী হিসেবে স্বীকার করেন।
তবে অভিযোগ রয়েছে, মামলার প্রধান আসামি আল আমিন ওরফে জিতুকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। অন্যদিকে ২ থেকে ৫ নম্বর আসামিরা আদালতের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে বেরিয়ে এসে ১ নম্বর আসামির ইন্ধনে ব্যবসায়ী মোঃ সোহাগ ও তাঁর পরিবারকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
ভুক্তভোগীর দাবি, আসামিরা তাঁর ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য ছড়ানোর হুমকিও দিচ্ছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এমতাবস্থায় ব্যবসায়ী মোঃ সোহাগ সংশ্লিষ্ট আসামিদের জামিন বাতিল করে পুনরায় গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অপহরণ মামলার মূলহোতা ১ নম্বর আসামি আল আমিন ওরফে জিতুকে দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন তিনি।
আইনজীবী ও সংশ্লিষ্ট মহলের মতে, সাক্ষী ও ভুক্তভোগীকে হুমকি দেওয়া জামিনের শর্তের গুরুতর লঙ্ঘন এবং এ ধরনের ঘটনায় জামিন বাতিলের আইনি সুযোগ রয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী পক্ষ আশা করছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ফতুল্লা থানার মাধ্যমে আসামিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেবেন এবং একজন সম্মানিত শিল্পোদ্যোক্তার নিরাপত্তা নিশ্চিত করবেন।