নিউজ ডেস্ক:
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনের সহায়তার জন্য ৩০০টি গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।
ড. সালেহউদ্দিন আরও জানান, নির্বাচনকালীন সময়ে প্রশাসনিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে গাড়ি কেনার এ সিদ্ধান্ত কার্যকর হবে। তবে মন্ত্রীদের জন্য আলাদা গাড়ি কেনার প্রয়োজন নেই বলে মনে করেছে উপদেষ্টা পরিষদ।