নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা আজকের হরতাল চলাকালে রাজধানীর শ্যামপুর এলাকায় নাশকতার চেষ্টাকালে দুই বোতল পেট্রোলসহ এক দুর্বৃত্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে নাশকতার উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা দুটি পেট্রোল ভর্তি বোতল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি রাজনৈতিক সহিংসতার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন।