নিজস্ব প্রতিবেদক: লক্ষণ পাল: হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা পূজা ও শুভ দীপাবলি আজ সোমবার দেশজুড়ে উদযাপিত হচ্ছে। ভক্তদের বিশ্বাস—দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ভক্তজীবনে কল্যাণ আনতে দেবী শ্যামা বা মা কালী পৃথিবীতে আবির্ভূত হন।
বেশিরভাগ দেব-দেবীর পূজা দিনে অনুষ্ঠিত হলেও শ্যামা পূজা হয় কার্তিকী অমাবস্যার রাতে। পূজার সন্ধ্যায় মন্দিরে ও হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে দীপাবলীর প্রদীপ প্রজ্বলন করা হয়। মৃত স্বজনদের মঙ্গল কামনায় অনেকে প্রদীপ জ্বালিয়ে পানিতে ভাসিয়ে দেন।
রাতে দেবীর পূজার পাশাপাশি অনুষ্ঠিত হয় অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ নানা কর্মসূচি।
মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে শ্যামা পূজা উদযাপিত হবে। সন্ধ্যা ছয়টায় সহস্র প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হবে দীপাবলীর আনুষ্ঠানিকতা, এরপর রাতে পূজা অনুষ্ঠিত হবে।
শ্যামা পূজা ও দীপাবলি উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।
গতকাল রোববার এক বিবৃতিতে নেতারা বলেন, “দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়েই পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা মা কালী। তিনি শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রতীক।”
রাজধানীর শাঁখারী বাজার, তাঁতিবাজার, সূত্রাপুরসহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঘটা করে শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া গোপীবাগ রামকৃষ্ণ মিশন মঠ, রমনা কালী মন্দির, বরদেশ্বরী কালীমাতা মন্দির, পোস্তগোলা শ্মশান, লালবাগ শ্মশান ও ঠাঁটারীবাজার শিব মন্দিরেও শ্যামা পূজার আয়োজন করা হয়েছে।