জেসমিন আক্তার রোদেলা:বাংলাদেশ আমার অহংকার—এই শ্লোগানকে ধারণ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস দমন, চাঁদাবাজ ও জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও দ্রুত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের গ্রেফতারে র্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে।
গত ২৯ অক্টোবর ২০২৫, বুধবার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের উচিৎপুরা বাজারে গ্রাম্য বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশসহ অন্তত ১০ জন আহত হন। এসময় উত্তেজিত জনতা আড়াইহাজার থানার ওসি (তদন্ত) কর্তৃক ব্যবহৃত সরকারি ডাবল কেবিন পিকআপটিও ভাংচুর করে। সংঘর্ষের সূত্রপাত ঘটে একই দিনের বিকেলে মর্দাসাদি গ্রামের কয়েকজন ব্যক্তি উচিৎপুরা বাজারে গিয়ে স্থানীয় নুরু মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কেন্দ্র করে। নুরু মিয়া আহত অবস্থায় আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন।
এই ঘটনার পর নুরু মিয়ার সমর্থক প্রায় দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে উচিৎপুরা বাজারে জড়ো হলে পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত জনতা পুলিশের নির্দেশ অমান্য করে হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্যসহ ১০ জন আহত হন। ঘটনার পর এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন।
এই মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১-এর সিপিএসসি নারায়ণগঞ্জের আভিযানিক দল ১৫ নভেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ৩০ মিনিটে সোনারগাঁ থানার বারদী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় আড়াইহাজারে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় জড়িত এজাহারনামীয় ৯ নং আসামি কামাল (৪৫), পিতা—হারুন, সাং—উচিৎপুরা, থানা—আড়াইহাজার, জেলা—নারায়ণগঞ্জ—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।