রিপোর্টার লক্ষণ পাল: আজ সোমবার সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী লক্ষ্মী পূজা। শারদীয় দুর্গোৎসবের পর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে বাঙালি হিন্দুরা ভক্তিভরে পালন করেন এই পূজা। এটি কোজাগরি লক্ষ্মী পূজা নামেও পরিচিত। ‘কোজাগরি’ শব্দের অর্থ ‘কে জেগে আছো?’—হিন্দু পুরাণ মতে, এ রাতে দেবী লক্ষ্মী ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে আছে এবং ভক্তদের আশীর্বাদে ধন-সম্পদ ও ঐশ্বর্য দান করেন। শাস্ত্রমতে, দেবী লক্ষ্মী আলো, জ্ঞান, সৌন্দর্য, উর্বরতা ও দানশীলতার প্রতীক। পূজার দিন ঘরবাড়ি পরিস্কার করে আলপনা আঁকা, প্রদীপ প্রজ্বলন ও ভক্তিমূলক গান গেয়ে ভক্তরা দেবীকে আহ্বান জানান। পঞ্জিকা অনুযায়ী, পূর্ণিমা তিথি শুরু হয়েছে সোমবার সকাল ১১টা ৫৩ মিনিটে এবং শেষ হবে মঙ্গলবার সকাল ১০টা ১ মিনিটে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই রাতে দেবী লক্ষ্মীর আগমনে ঘর ভরে ওঠে শান্তি, সমৃদ্ধি ও ধন-ধান্যে।