কামাল উদ্দিন জনি, উখিয়া : উখিয়ার সাহসী ও সত্যনিষ্ঠ সাংবাদিক তানভীরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজসহ সর্বস্তরের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অন্যায়ের বিরুদ্ধে কলম ধরায় তাকে নানাভাবে হয়রানি, হুমকি ও মানসিক নিপীড়নের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে একটি সংবেদনশীল প্রতিবেদনে স্থানীয় প্রভাবশালী মহলের অনিয়ম-দুর্নীতি তুলে ধরার পর থেকেই সাংবাদিক তানভীরকে লক্ষ্যবস্তু করা হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চলছে।
এ ঘটনাকে কেন্দ্র করে উখিয়ার সাংবাদিক মহলে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। উখিয়া সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন জয় এক বিবৃতিতে বলেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন সত্যনিষ্ঠ সাংবাদিকের সাথে এমন অমানবিক আচরণ আমাদের সবাইকে হতবাক করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হয়রানির বিচার দাবি করছি।
তিনি আরও বলেন, সত্য প্রকাশে নির্ভীক কলম সৈনিকদের ভয় দেখিয়ে থামানো যাবে না। প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনা।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ, সচেতন মহল ও সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরাই যদি অপরাধ হয়, তবে গণতন্ত্র বিপন্ন।
অকুতোভয় সাংবাদিক তানভীরের প্রতি হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও ন্যায়বিচারের জোর দাবি জানানো হয়েছে।