গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোমরাকান্দি নুরুল ইসলাম ফাজিল মাদ্রাসার শুদ্ধ প্রিন্সিপালের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে ছড়ানো দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোঃ জাকারিয়া হোসেন।
শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি ১৯৯৩ সাল থেকে অত্র মাদ্রাসায় অত্যন্ত সুনাম ও সততার সঙ্গে চাকরি করে আসছি। আমার বিরুদ্ধে একটি কুচক্র মহল অপপ্রচার ছড়াচ্ছে। মাদ্রাসার ছয়টি পদে নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, নূতন করে মিথ্যা তথ্য ছড়িয়ে প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এ ধরনের অপপ্রচার শিক্ষক সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
মোঃ জাকারিয়া হোসেন বিষয়টির সঠিক তদন্ত করে সত্য উদঘাটন এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পাশাপাশি তিনি বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়কে ঘটনাটি খতিয়ে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
তিনি আশা প্রকাশ করেন, সত্যের জয় হবে এবং মাদ্রাসার সুনাম নষ্টের অপচেষ্টা ব্যর্থ হবে।