নিজস্ব প্রতিবেদক: খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের নতুন রাস্তা আঞ্চলিক অফিসে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাত সাড়ে ৯টায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু।
সভায় বক্তব্য রাখেন বিএনপির নেতা মোঃ হারুনজ্জান, খর্নিয়া ইউনিয়নের নির্বাচনী আহ্বায়ক মোল্লা আবুল কাশেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এফ. এম. রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক গাজী জিয়াউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মাহতাব হোসেন, শেখ মোফাজ্জেল হোসেন, শাহজাহান ফকির, শফিকুল ইসলাম সরদার, সাদ্দাম হোসেন, মাস্টার জাহিদুর রহমান, শেখ হাসানুজ্জামান, রবিউল ইসলাম, কামরুল সরদার, আমিনুর রহমান সরদারসহ আরও অনেক নেতা-কর্মী।
সভায় মনিরুজ্জামান মন্টু বলেন, খুলনা, ডুমুরিয়া ও ফুলতলা নিয়ে গঠিত আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলী আসগর লবী ধানের শীষের পক্ষে মাঠে কাজ করছেন। তিনি জনগণের পাশে আছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছা-কয়রা আসনে বিএনপির প্রার্থী হিসেবে লড়বেন বলে জানা গেছে।
এর আগে তিনি খুলনার পাইকগাছা এলাকায়ও স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।