আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি বাজারের ফুটপাত অবমুক্ত ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যে ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট ) বিকেলে খাগড়াছড়ি সদরের অরুণিমা কমিউনিটি সেন্টারে এ সভা হয়। খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকারের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা।
সভা সঞ্চালনা করেন বাজার ব্যবসায়ী সমিতির প্রচার সম্পাদক আবুল হাসেম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা, বাজার সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির পাঠোয়ারী, দপ্তর সম্পাদক মোঃ রফিক উদ্দিন সিদ্দিকী, চিরাই কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম তালুকদার প্রমুখ।
সভায় বাজার এলাকার ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং বাজারের শৃঙ্খলা ফেরাতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।