নিজস্ব প্রতিবেদক: সূফি শুভ শাহ্ পান্জাতনী মাইজভান্ডারী গতকাল (২৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় সকল সূফি বাদী আশেকে রাসূল মতাদর্শের মানুষকে ভালোবাসার আহবান জানিয়ে বলেন, ভালোবাসা ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। পৃথিবীর যত অন্ধকার দূর হোক হেসে উঠুক মানুষ আপন মনে। মানবিকতার আবহ ছড়িয়ে পড়ুক। সাম্যের পৃথিবী গড়তে একতা বিকশিত হোক। পৃথিবী ভরপুর হোক স্বর্গীয় সৌন্দর্য এর আবহে।
তিনি আরো বলেন, সোনালী সকাল, রোদেলা দুপুর, পড়ন্ত বিকেল গোধূলি সন্ধ্যা, চাঁদনী রাত, ঈদের আনন্দ এ সব রঙ্গে রাঙ্গিয়ে যাক সারাটি বছর, সারাটি জীবন।
জ্বলে উঠুক ভালোবাসার দীপ সবার হৃদয়ে মেধা ও মননে এই হোক আহ্বান মহানন্দের । ঈদ মোবারক।