হীমেল কুমার মিত্র
স্টাফ রিপোর্টার ঃ
আজ (২৩ মার্চ) দুপুরে গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডনের সঞ্চালনায় মানব্বন্ধনে বক্তব্য দেন, মহানগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, মহানগর যুবদলের সভাপতি নুরুন্নবী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মুকুট প্রমূখ।
মহানগর বিএনপি আয়োজিত মানব্বন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ বিএনপিকে ভয় করে তাই পুলিশ দিয়ে ঘিরে রাখে। মাঠে নামতে দেয় না। কারণ তারা যানে বিএনপি মাঠে আসলে তাদের খুজে পাওয়া যাবে না। তাই আমাদের নেতা কর্মীদের নামে নানা হয়রানি মুলক মিথ্যা মামলা দিয়ে রেখেছে। তারই অংশ হিসেবে বিএনপির সিনিয়র যুগ্মসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে রেখেছে। অবিলম্বে তাকেসহ সারাদেশের সকল নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানায় নেতারা।