মোঃ নাসির উদ্দিন, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী, ২৮ জুলাই ২০২৫: পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ও আমখোলা ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ গণ অধিকার পরিষদের নেতারা। এসময় প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য ৩ লাখ টাকা করে অনুদানের ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাবেক ডাকসু ভিপি মোহাম্মদ নুরুল হক নুর।
দিনব্যাপী এ সফরে ধর্মীয় সম্প্রীতি, সংস্কার ও উন্নয়ন বিষয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। তিনি বলেন, “এই অনুদান কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থানের একটি প্রচেষ্টা।”
[caption id="attachment_11113" align="alignnone" width="300"] নির্মাণাধীন জামে মসজিদ[/caption]
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, ছাত্র অধিকার পরিষদের তাওহিদ, ইমরান, সংগঠনের সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে মানবিক ও সময়োপযোগী উল্লেখ করে কৃতজ্ঞতা জানান।