মোঃ মিঠু মিয়া, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলা শহরের ড্রাইভার ও সাধারণ মানুষের প্রিয় সার্জেন্ট তৌহিদুর রহমান (তৌহিদ) সম্প্রতি পদোন্নতি পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টি.আই) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
দীর্ঘদিন ধরে গাইবান্ধা ট্রাফিক বিভাগের দায়িত্ব পালনকালে তাঁর সদাচরণ, পেশাদারিত্ব এবং জনবান্ধব আচরণ তাঁকে ড্রাইভারদের মধ্যে একজন জনপ্রিয় পুলিশ অফিসার হিসেবে পরিচিত করে তোলে।
তাঁর প্রমোশনের খবরে গাইবান্ধার অটোচালক, পিকআপ চালকসহ বিভিন্ন পরিবহন শ্রমিকদের মাঝে আনন্দের জোয়ার বইছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন জানাচ্ছেন এবং ভবিষ্যতে তাঁর সফলতা কামনা করছেন।
জেলার একজন পুলিশ কর্মকর্তা জানান, “সার্জেন্ট তৌহিদ অত্যন্ত দায়িত্বশীল ও দক্ষ অফিসার। তাঁর প্রমোশন আমাদের সবার জন্য আনন্দের।