বিশেষ প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গাজীপুর অফিসের মোটরযান পরিদর্শক নাসিরুল আরেফিনের বিরুদ্ধে দুর্নীতি ও নানা অপকর্মের অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, তিনি ড্রাইভিং বোর্ড পরীক্ষায় ফেল করা প্রার্থীদের কাছ থেকে প্রতি জনে পাঁচ হাজার টাকা ঘুষ নিয়ে পাস করিয়ে দেন। একইভাবে যানবাহনের ফিটনেস নবায়নের ক্ষেত্রেও প্রতি গাড়ির জন্য দুই থেকে তিন হাজার টাকা ঘুষ গ্রহণ করেন।
স্থানীয় দালাল সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন অন্তত বিশটিরও বেশি গাড়ির ফিটনেস সনদ প্রদান করা হয় বলে জানা গেছে। অথচ অনেক সময় গাড়ির সব কাগজপত্র ও অবস্থা সঠিক থাকলেও গ্রাহকদের অযথা হয়রানি করা হয়, যাতে তারা বাধ্য হয়ে অতিরিক্ত টাকা পরিশোধ করে।
গাড়িচালক ও মালিকদের অভিযোগ, বিআরটিএর এ ধরনের দুর্নীতি ও দালাল চক্রের কারণে সেবা নিতে এসে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অসাধু কর্মকর্তা ও দালাল চক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। অনেকেই অভিযোগ করছেন, এসব অনিয়মের কারণে সরকারও বিপুল রাজস্ব হারাচ্ছে। গাজীপুর অঞ্চলে বিআরটিএর এই অনিয়ম এখন ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছে, অথচ দেখার কেউ নেই।
(চলবে—পর্ব-১)