চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে পাঁচজন মাছ ব্যবসায়ীকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ঘাতক পিকআপ চালক সিয়াম খানকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বিসিক শিল্প এলাকায় অভিযান চালিয়ে সিয়াম খানকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামি বরিশাল সদর উপজেলার আস্তা কাঠি এলাকার ইউসুফ আলীর ছেলে।
এর আগে, গত ১৮ আগস্ট ভোরে ভিকটিমরা একটি পিকআপযোগে ফৌজদারহাট থেকে ফিশারিঘাটে মাছ কিনতে যাচ্ছিলেন। আনুমানিক ভোর ৫টার দিকে সিটি গেইট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ও বেপরোয়া চালিত একটি পিকআপ তাদের গাড়িকে সজোরে ধাক্কা মারে। এতে ভিকটিম রনি ও তার সঙ্গে থাকা অন্য চারজন মাছ ব্যবসায়ী গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের হাসপাতালে নিলেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ঘাতক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং গাড়ি ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহত স্বপন দাসসহ ভিকটিমদের স্বজনরা আসামি সিয়াম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আকবর শাহ থানায় দায়েরকৃত মামলাটি নং-১০, তারিখ-১৮ আগস্ট ২০২৫, ধারা সড়ক পরিবহন আইন ২০১৮ (৯০/৯৯) এবং পেনাল কোড ১৮৬০-এর ৩০৪(এ) অনুযায়ী রেকর্ড করা হয়।
পরবর্তীতে র্যাব-৭ চট্টগ্রাম ও র্যাব-১১ নারায়ণগঞ্জ যৌথভাবে অভিযান পরিচালনা করে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।