শাকিল হোসেন, গাজীপুর (কালিয়াকৈর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ চন্দ্রা ত্রিমোড় এলাকায় মহাসড়কে প্রতিদিনই ভয়াবহ যানজটের সৃষ্টি হচ্ছে। এলাকাবাসী ও ভুক্তভোগীদের দাবি, আজমেরী পরিবহন এ যানজটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে এ যানজট তীব্র আকার ধারণ করে। আজমেরী পরিবহনের বাসগুলো নিয়মকানুন উপেক্ষা করে যত্রতত্র পার্কিং করে এবং যাত্রী উঠানামার জন্য স্ট্যান্ডবিহীন স্থানে গাড়ি থামায়। এতে করে সড়কে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, প্রতিদিন ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়দের ভাষায়, "আজমেরী পরিবহন এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে।"
সিয়াম নামের এক পথচারী জানান, “আজমেরী পরিবহন কোনো নিয়ম মানে না। বাসের স্টাফরা যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে। আমাদের ছেলে-মেয়েরা স্কুল-কলেজে যাতায়াতের সময় চরম ভোগান্তির শিকার হচ্ছে।”
অন্যদিকে, একজন পেশাদার গাড়িচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আজমেরী পরিবহন যেখানে-সেখানে গাড়ি দাঁড় করায়। এর কারণে অন্য গাড়ি নিয়ে চলাচল করা দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে। মহাসড়কে জ্যামের অন্যতম কারণ হলো এই পরিবহন।”
স্থানীয়রা অভিযোগ করেছেন, অনিয়মিত থামানো, পার্কিং ও বেপরোয়া গতিতে চলাচলের কারণে মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। যাত্রী ও পথচারীদের জীবন যেন প্রতিনিয়ত ঝুঁকির মুখে ফেলছে এই পরিবহন।
ভুক্তভোগীরা মনে করেন, এ অবস্থার জন্য দায়ী প্রশাসনের উদাসীনতা। পরিবহনের বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় আজমেরী পরিবহন তাদের মনমতো নিয়ম ভঙ্গ করে চলাচল করছে।
এলাকাবাসীর দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে আজমেরী পরিবহনকে নিয়মের আওতায় আনা হোক। নইলে মহাসড়কের যানজট ও দুর্ঘটনা আরও বাড়বে, জনজীবন হবে অচল।